Academy

বিশ্বে প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় মাছ এর পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

উদ্দীপকের জীবটির কোষের সাথে "আদি কোষের" বিভিন্ন বৈশিষ্ট্যের ভিন্নতা রয়েছে- বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)

Created: 4 months ago | Updated: 4 months ago
Updated: 4 months ago

উদ্দীপকের উল্লিখিত জীবটির অর্থাৎ ইলিশের কোষ হলো প্রকৃত কোষ। নিচে প্রকৃত কোষ ও আদিকোষের মধ্যে ভিন্নতা তুলে ধরা হলো-
i. প্রকৃতকোষের নিউক্লিয়াস সুগঠিত এবং আদিকোষের নিউক্লিয়াস সুগঠিত নয় অর্থাৎ এতে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই।
ii. প্রকৃত কোষে সব ধরনের অঙ্গাণু (মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম) থাকে, কিন্তু আদিকোষে শুধু রাইবোজোম অঙ্গাণুটি থাকে অন্যান্য অঙ্গাণু থাকে না।
iii. প্রকৃতকোষের DNA জটিল ধরনের সরল রৈখিক আকৃতির এবং প্রোটিন আবরণে আবৃত থাকে, কিন্তু আদিকোষের DNA সরল ধরনের, চাক্রিক আকৃতির এবং প্রোটিন আবরণে আবৃত থাকে না।
iv. প্রকৃতকোষ মাইটোসিস ও মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি করে, কিন্তু আদিকোষ দ্বিবিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি করে।
v. প্রকৃতকোষ মূলত আকারে বড় হয় কিন্তু আদিকোষ আকারে ছোট হয়।
vi. প্রকৃতকোষ মূলত বহুকোষী হিসেবে জীবজগতে অবস্থান করে কিন্তু আদিকোষ, এককোষী হিসেবে জীবজগতে অবস্থান করতে পারে।

3 months ago

জীববিজ্ঞান (নতুন সংস্করণ)

Please, contribute to add content.
Content
Promotion