চিত্র-১ হলো মাশরুম, এবং চিত্র-২' হলো শাপলা উদ্ভিদ। উদ্দীপকের জীব দু'টির মধ্যে চিত্র-২ এর জীবটি বা শাপলা অধিক উন্নত। নিচে এর কারণগুলো বিশ্লেষণ করা হলো-
i. মাশরুম ছত্রাক যা অপুষ্পক উদ্ভিদ কিন্তু শাপলা সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ সর্বদাই ছত্রাক অপেক্ষা উন্নত।
ii. মাশরুম পরভোজী, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। কিন্তু শাপলা স্বভোজী, এটি সালোকসংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে।
iii. মাশরুম স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়। কিন্তু শাপলা যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায় যা উন্নত জীবদের বৈশিষ্ট্য।
iv. মাশরুমকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না কিন্তু শাপলা উদ্ভিদটিকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়।
V. পরিবহন কলাগুচ্ছ মাশরুমে অনুপস্থিত কিন্তু শাপলা উদ্ভিদে উপস্থিত; পরিবহন কলাগুচ্ছ উন্নত জীবদের বৈশিষ্ট্য।
vi. মাশরুমের দেহ নরম কিন্তু শাপলার দেহ সে তুলনায় বেশ শক্ত। শক্ত উদ্ভিদদেহ উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য বহন করে।