বাংলা নববর্ষ বাঙালির গুরুত্বপূর্ণ উৎসব। বাংলা সন কে কবে প্রচলন করেছিলেন এ নিয়ে মতান্তর থাকলেও ধরে নেওয়া হয় সম্রাট আকবরের সময় এই সনের গণনা আরম্ভ হয়। নববর্ষে হালখাতা, বৈশাখী মেলা, ঘোড়দৌড়, বিভিন্ন লোকমেলার আয়োজন করে সাধারণ মানুষ এই উৎসবকে প্রাণে ধারণ করেছে। আজকের বাংলাদেশ যে স্বাধীন হতে পেরেছে, তার পেছনেও নববর্ষের সক্রিয় প্রেরণা কাজ করে। কারণ, পাকিস্তানিরা বাঙালির এই প্রাণের উৎসবকে নস্যাৎ করার জন্য তীব্র ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এর প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল বাঙালিরা।
'পয়লা বৈশাখ' প্রবন্ধে প্রকাশিত বাঙালি জাতির প্রাণের উৎসবটি উদ্দীপকে প্রায় সবটুকুই লক্ষণীয়। নববর্ষ সব দেশের সব জাতির আনন্দ উৎসবের দিন, সব মানুষের কল্যাণ কামনার দিন। বিশ্বের সব মানুষের সুখ-শান্তি-সমৃদ্ধি ও কল্যাণের প্রত্যাশা করা হয় নববর্ষ উৎসব উদযাপন অনুষ্ঠানে। বাঙালিরা প্রতিবছর বাংলা প্রথম মাসের প্রথম দিন পয়লা বৈশাখ বাংলা নববর্ষ উৎসব উদ্যাপন করে।
উদ্দীপকে বাংলা নববর্ষ উৎসবের গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করা হয়েছে। এখানে এই উৎসবের ঐতিহাসিকতা, সম্রাট আকবরের বাংলা সন গণনা, নববর্ষে হালখাতা, বৈশাখী মেলা, ঘোড়দৌড়, বিভিন্ন লোকমেলার আয়োজন ইত্যাদি বিষয় উদ্দীপকে নির্দেশিত হয়েছে। 'পয়লা বৈশাখ' প্রবন্ধেও লেখক এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই প্রবন্ধে পাকিস্তান আমলে বাংলা নববর্ষ উৎসব উদ্যাপনে বাধা দেওয়া, উৎসব পালন করতে না দেওয়ার যে বিষয় প্রকাশ পেয়েছে সেই দিকটিও উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। ধর্ম-বর্ণ, জাতি, পেশা নির্বিশেষে সব মানুষের প্রাণের উৎসব বাংলা নববর্ষ উৎসব। বাঙালিরা মহা সমারোহে প্রতিবছর 'পয়লা বৈশাখ' বাংলা নববর্ষ উৎসব উদ্যাপন করে। এই দিনে একসঙ্গে সারা দেশ আনন্দে মেতে ওঠে। এই উৎসবে প্রত্যেকে একে অন্যের প্রতি সহমর্মিতা ও সৌহার্দ প্রকাশ করে। উদ্দীপকে এই বিষয় প্রকাশ পায়নি। বাঙালিদের নববর্ষ উৎসবে পালনের বিরোধিতা করা এবং বাঙালিদের ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ করার বিষয়টি 'পয়লা বৈশাখ' প্রবন্ধ এবং উদ্দীপকে অভিন্নভাবে প্রতিফলিত হয়েছে। এসব কারণে তাই বলা যায়, 'পয়লা বৈশাখ' প্রবন্ধের প্রায় পুরো বিষয়ই উদ্দীপকে প্রকাশ পেয়েছে।