মুছে ফেল হৃদয়ের শোণিতের দাগ
ভুলে যাও শোক যাহা আছে
অতীতের স্মৃতিটুকু থাক পিছে পড়ে
তারে আর ডাকিও না কাছে।
নবগানে নবতানে পুরিয়া অন্তর
কর্মভূমে হও অগ্রসর
হৃদয়ের সংকীর্ণতা করি পরিহার
বিশ্বপ্রেমে মাতাও অন্তর
উদ্দীপকে 'পয়লা বৈশাখ' প্রবন্ধের পুরনোকে বিদায় দিয়ে নতুন দিনে নতুন করে জীবন শুরু করার আহ্বানের দিকটির ইঙ্গিত আছে।
পয়লা বৈশাখ মানুষের জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে। নতুনকে বরণ করার জন্য সারা দেশ নতুন করে সেজে ওঠে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসব যোগ দেয়।
উদ্দীপকের কবিতাংশে কবি প্রত্যাশা করেছেন হৃদয় থেকে সব কষ্টের দাগ, পুরনো ব্যথা, পুরনো স্মৃতি মুছে যাক। নতুন গানে নতুন কথায় অন্তর পূর্ণ করে কর্মক্ষেত্রে অগ্রসর হতে হবে। হৃদয়ের সব সংকীর্ণতা পরিহার করে বিশ্বপ্রেমে অন্তর পরিপূর্ণ করতে হবে। 'পয়লা বৈশাখ' প্রবন্ধেও লেখক এই প্রত্যাশা করেছেন। তিনি পয়লা বৈশাখের বিভিন্ন বিষয় তুলে ধরলেও তিনি ভ্রাতৃত্ব ও সাম্যবাদী চেতনার বিকাশ প্রত্যাশা করেন। তিনি আরও বলেছেন পুরনো সব স্মৃতি ভুলে নতুন করে জীবন শুরু করার কথা। পুরনো জীর্ণ এক অস্তিত্বকে বিদায় দিয়ে সতেজ সজীব নবীন এক জীবনে প্রবেশ করার আনন্দ অনুভূতির কথাও আলোচ্য প্রবন্ধে ব্যক্ত হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকে আলোচ্য প্রবন্ধের পুরনোকে বিদায় দিয়ে নতুন দিনে নতুন করে জীবন শুরু করার আহ্বানের দিকটির ইঙ্গিত আছে।