Academy

মুছে ফেল হৃদয়ের শোণিতের দাগ 

ভুলে যাও শোক যাহা আছে

অতীতের স্মৃতিটুকু থাক পিছে পড়ে 

তারে আর ডাকিও না কাছে। 

নবগানে নবতানে পুরিয়া অন্তর

কর্মভূমে হও অগ্রসর

হৃদয়ের সংকীর্ণতা করি পরিহার 

বিশ্বপ্রেমে মাতাও অন্তর

'পয়লা বৈশাখ' প্রবন্ধের সমগ্রতা প্রকাশে উদ্দীপকটির সক্ষমতা বিচার কর। (উচ্চতর দক্ষতা)

Created: 2 months ago | Updated: 2 months ago
Updated: 2 months ago

উদ্দীপকটি 'পয়লা বৈশাখ' প্রবন্ধের সমগ্রতা প্রকাশে সক্ষম নয়। 

বাংলা নববর্ষ বাঙালির অন্যতম জাতীয় উৎসব। নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য সারা দেশের মানুষ নব নব সাজে প্রস্তুত হয়। নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে পয়লা বৈশাখে মানুষ নতুন বছরটি বরণ করে নেয়।

'পয়লা বৈশাখ' প্রবন্ধে লেখক পয়লা বৈশাখের ঐতিহ্য ও চেতনার কথা তুলে ধরেছেন। বলেছেন পয়লা বৈশাখের মৌলিক ঐক্যের কথা। তিনি এখানে পয়লা বৈশাখ উদ্যাপনের রীতি ও পদ্ধতি এবং ইতিহাসের কথা তুলে ধরেছেন। প্রবন্ধটিতে প্রকাশ পেয়েছে নববর্ষের সুপ্রাচীন ও গৌরবমন্ডিত ঐতিহ্যের কথা এবং বর্তমান দুরবস্থার বিষয়। অন্যদিকে উদ্দীপকে পয়লা বৈশাখের মৌলিক ঐক্যের বিষয়টি প্রকাশ পেয়েছে। তা হলো পুনরুজ্জীবনের ধারণা ও পুরনোকে বিদায় দিয়ে নতুনের জয়গান গাওয়া।

'পয়লা বৈশাখ' প্রবন্ধে বাংলা নববর্ষ পালনের সুপ্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বর্ণনা তুলে ধরা হয়েছে যা উদ্দীপকে প্রকাশ পায়নি। উদ্দীপকে কেবল একটি বিষয় প্রকাশ পেয়েছে তা হলো নতুনের জয়গান। তাই বলা যায় যে, উদ্দীপকটি আলোচ্য প্রবন্ধের সমগ্রতা প্রকাশে সক্ষম নয়।

2 months ago

বাংলা সাহিত্য

Please, contribute to add content.
Content
Promotion