বিশেষ এক ধরনের কোষ বিভাজনের কোন এক পর্যায় মেরুযুক্ত প্রোটিন নির্মিত যন্ত্রের আবির্ভাব ঘটে এবং পরবর্তী পর্যায়ে ক্রোমোসোমগুলি সর্বাধিক মোটা ও খাটো হয়। এ বিভাজন প্রক্রিয়া না ঘটলে বহুকোষী জীবের বৃদ্ধি অসম্ভব হতো
উদ্দীপকের দ্বিতীয় কোষ বিভাজন প্রক্রিয়াটি হলো মেটাফেজ। এ পর্যায়ে ক্রোমোসোমগুলো সার্বাধিক খাটো ও মোটা হয়। নিম্নে মেটাফেজ পর্যায়টি ব্যাখ্যা করা হলো-
মেটাফেজ পর্যায়ে ক্রোমোসোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। প্রতিটি ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। এক্ষেত্রে ক্রোমোসোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয়। এখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। প্রতিটি ক্রোমোসোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। এ পর্যায়ে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়।
আপনি কি খুঁজছেন “জীববিজ্ঞান নবম-দশম শ্রেণি PDF”, অথবা বোর্ড অনুযায়ী অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর?
তাহলে স্বাগতম SATT Academy–তে, যেখানে শেখা হয় সহজভাবে, ব্যাখ্যাসহ — সম্পূর্ণ বিনামূল্যে!
🔗 জীববিজ্ঞান – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(সরকারি NCTB বই অনলাইনে পড়া বা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন)
📘 প্রতিটি অধ্যায়ে পাবেন:
✅ সম্পূর্ণ বিনামূল্যে
✅ মোবাইল-ফ্রেন্ডলি ডিজাইন
✅ লাইভ টেস্ট + ব্যাখ্যাসহ কুইজ
✅ চিত্র + ভিডিও + ব্যাখ্যাসহ কনটেন্ট
✅ NCTB অনুযায়ী সাজানো
✅ কমিউনিটি যাচাইকৃত তথ্য
SATT Academy–এর মাধ্যমে অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, ভিডিও লেকচার এবং PDF ডাউনলোডসহ জীববিজ্ঞান শেখা হোক আরও সহজ, প্রাণবন্ত এবং ফলপ্রসূ।
📚 SATT Academy – আপনার জ্ঞান অর্জনের বিশ্বস্ত সহচর।