Processing math: 100%

Academy

জীবদেহে সারাক্ষণ সংঘটিত প্রক্রিয়া শ্বসন হলেও একটি প্রক্রিয়া রয়েছে যা উদ্ভিদদেহে শুধুমাত্র দিনের বেলাতে ঘটে। প্রক্রিয়াটির মাধ্যমে উদ্ভিদ খাদ্য (শর্করা) তৈরি করে। প্রক্রিয়াটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উদ্দীপকে উল্লিখিত দিনের বেলা সংঘটিত প্রক্রিয়ার মাধ্যমে শর্করা তৈরির পদ্ধতি ব্যাখ্যা করো। (প্রয়োগ)

Created: 4 months ago | Updated: 4 months ago
Updated: 4 months ago

উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদদেহে দিনের বেলা সংঘটিত প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ। এ প্রক্রিয়ায় আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে

CO2 H2O র রাসায়নিক বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় এবং O2 নির্গত হয়। প্রক্রিয়াটি আলোক ও অন্ধকার পর্যায়ে সম্পন্ন হয়। আলোক পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এ পর্যায়ে ATP ও NADPH, তৈরি হয়। আলোর উপস্থিতিতে ক্লোরোফিল অণু হতে ইলেকট্রন (c) উৎক্ষিপ্ত হয় এবং বিভিন্ন বাহকের মধ্য দিয়ে পূর্বের ক্লোরোফিল অণুতে অথবা অন্য ক্লোরোফিল অণুতে পৌঁছায়। এ সময় পথিমধ্যে ATP তৈরি হয়। আবার অচক্রীয় পথে NADPH2 তৈরি হয়। সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ের অচক্রীয় পথে H2O - overline S সালোক বিভাজন ঘটে এবং সেখান থেকে O2 নির্গত হয়। অন্ধকার পর্যায়ে আলোর কোনো প্রয়োজন হয় না। এ পর্যায়ে আলোক পর্যায়ে উৎপন্ন ATP ও NADPH2 এর সহায়তা CO2 বিজারিত হয়ে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি হয়।

3 months ago

জীববিজ্ঞান (নতুন সংস্করণ)

Please, contribute to add content.
Content
Promotion