চিত্র-০১ চিত্র-০২
উদ্দীপকে নির্দেশিত সভ্যতা অর্থাৎ মিশরীয় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য লিপি বা অক্ষর আবিষ্কার।
নগর সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখনপদ্ধতির উদ্ভব ঘটে। পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে। প্রথম দিকে ছবি একে তারা মনের ভাব প্রকাশ করত। তাদের এই লিখন পদ্ধতিকে বলা হয় চিত্র লিপি। এই চিত্র লিপিকে বলা হয় হারারোগ্লিফিক বা পবিত্র অক্ষর। মিশরীয়রা নলখাগড়া জাতীয় গাছের কান্ড থেকে কাগজ বানাতে শেখে যার ওপর তারা লিখতো। মিশরীয়দের এই হারারোগ্লিফিক সময়ে সময়ে বিবর্তনের ধারা পার করেছে। বিবর্তিত হয়ে একসময় হায়রাটিক লিপির রূপ পরিগ্রহ করে, আর পরে ডেমাটিক লিপিতে বিবর্তিত হয়। মিশরীয়দের এই লিখন পদ্ধতি বর্তমান আধুনিক লিখন পদ্ধতি আবিষ্কারের পথপ্রদর্শক।
পরিশেষে তাই বলা যায়, মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য লিপি বা অক্ষর আবিষ্কার। তাদের আবিষ্কৃত চিত্রলিপি আধুনিক লিখন পদ্ধতি আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
আপনি কি খুঁজছেন “বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা নবম-দশম শ্রেণি PDF”, CQ/MCQ প্রশ্ন–উত্তর, কিংবা সহজ ও ব্যাখ্যাসহ পাঠ বিশ্লেষণ?
✅ SATT Academy–তে আপনি পাবেন:
🔗 বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা PDF ডাউনলোড
(লিংকে ক্লিক করে সরকারি বইটি অনলাইনে পড়তে বা ডাউনলোড করতে পারবেন)
✔️ ১০০% ফ্রি, বিজ্ঞাপনবিহীন ও আপডেটেড কনটেন্ট
✔️ পরীক্ষা–উপযোগী সাজানো প্রশ্ন–উত্তর ও ব্যাখ্যা
✔️ চিত্র, টাইমলাইন ও ভিজ্যুয়াল ব্যাখ্যা সহ শেখা আরও সহজ
✔️ মোবাইল ফ্রেন্ডলি ও দ্রুত লোডিং ওয়েবসাইট
✔️ শিক্ষার্থী–শিক্ষক–অভিভাবক সবার জন্য কার্যকরী প্ল্যাটফর্ম
ইতিহাস শুধু তথ্য নয়—এটা আমাদের পরিচয়, আত্মবিশ্বাস ও ভবিষ্যতের পথনির্দেশক।
SATT Academy–এর মাধ্যমে ইতিহাস ও বিশ্বসভ্যতা হয়ে উঠুক আপনার জানা ও বোঝার আনন্দময় একটি যাত্রা।
📚 SATT Academy – শেখা হোক সত্য, সুনির্দিষ্ট ও সবার জন্য উন্মুক্ত।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?