Academy

জনাব সোহেল একজন ব্যবসায়ী। তিনি চর্বিযুক্ত খাবার খেতে পছন্দ করেন। তার বয়স ৩০ বছর। তার ওজন ও উচ্চতা যথাক্রমে ৫০ কেজি ও ১২০ সে.মি.।

জনাব সোহেল তার BMR অনুযায়ী কীভাবে সুস্বাস্থ্য ধরে রেখে তার সমস্যা হতে পরিত্রাণ পেতে পারেন? বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)

Created: 3 weeks ago | Updated: 3 weeks ago
Updated: 3 weeks ago

জনাব সোহেল সাহেব মোটা হওয়ার প্রথম স্তরে অবস্থান করছেন। উনার খাদ্য গ্রহণ অবশ্যই BMR এর মাত্রা অনুযায়ী হওয়া উচিত।

আমরা জানি,

পুরুষের BMR = ৬৬ + (১৩.৭ × ওজন কেজি) + (৫ × উচ্চতা সে.মি) -(৬.৮ × বয়স বছর)

∴ সোহেল সাহেবের BMR

= +.×+×-.×

= ৬৬+৬৮৫+৬০০-২০৪

= ১৩৫১ – ২০৪

= ১১৪৭ ক্যালরি

যেহেতু জনাব সোহেল একজন ব্যবসায়ী তাই তিনি পরিশ্রম করেন না। সুতরাং তাকে প্রতিদিন, ×.=. ক্যালরি খাদ্য গ্রহণ করতে হবে। জনাব সোহেল সাহেব যেহেতু মোটা হওয়ার প্রথম স্তরে অবস্থান করছেন। তাই তাকে BMR-মাত্রার পরিমিত খাদ্য গ্রহণের পাশাপাশি নিয়মিতভাবে ব্যায়াম করতে হবে। তবেই তিনি তার সমস্যা এড়িয়ে সুস্বাস্থ্য ধরে রাখতে পারবেন।

3 weeks ago

জীববিজ্ঞান (নতুন সংস্করণ)

Please, contribute to add content.
Content
Promotion