Academy

A

খাদ্যদ্রব্য পরিপাকের বিশেষ তন্ত্র

B

নাইট্রোজেন, ফসফরাস, সালফার

B- এর উপাদানগুলোর ঘাটতি উদ্ভিদ বিশেষ বিশেষ লক্ষণের মাধ্যমে প্রকাশ করে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)

Created: 3 weeks ago | Updated: 3 weeks ago
Updated: 3 weeks ago

উদ্দীপকের B-এর উপাদানগুলো হলো নাইট্রোজেন, ফসফরাস, সালফার, উদ্ভিদে এই উপাদানগুলোর ঘাটতি হলে বেশ কিছু লক্ষণ 'প্রকাশ পায়। নিম্নে তা বিশ্লেষণ করা হলো-

উদ্ভিদে নাইট্রোজেনের ঘাটতি হলে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে ফলে পাতাগুলো হলুদ হয়ে যায়। পাতা হলুদ হয়ে যাওয়ার এই প্রক্রিয়াকে 'ক্লোরোসিস' বলা হয়। কোষের বৃদ্ধি ও বিভাজন হ্রাস পায়। তাই উদ্ভিদের বৃদ্ধি কমে যায়।

উদ্ভিদে ফসফরাসের ঘাটতি হলে পাতা বেগুনি রং ধারণ করে। পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয় এবং পাতা, ফুল ও ফল ঝরে যেতে পারে। উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় ও উদ্ভিদ খর্বাকার হয়। উদ্ভিদে সালফারের অভাব হলে পাতা হালকা সবুজ হয় এবং পাতায় লাল ও বেগুনি দাগ দেখা যায়। কাণ্ডের শীর্ষ মরে যায় এবং ডাইব্যাক রোগের সৃষ্টি হয়। এছাড়াও কাণ্ডের মধ্যপর্ব ছোট হয়, ফলে উদ্ভিদ খর্বাকৃতির হয়।

সর্বোপরি, B-এর উপাদানগুলোর অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, সালফার এর, ঘাটতি হলে উদ্ভিদ উপরিউক্ত বিশেষ লক্ষণের মাধ্যমে প্রকাশ করে।

3 weeks ago

জীববিজ্ঞান (নতুন সংস্করণ)

Please, contribute to add content.
Content
Promotion