Academy

তামান্না জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেছে। তার এখনও কোনো চাকরি হয়নি। ইদানিং সে তার মায়ের পরিচালিত হস্তশিল্পে তার মাকে কাজে সাহায্য করে। মায়ের কাছে থেকে তার সময় ভালো কাটে, কিন্তু তাদের হস্তশিল্পের উৎপাদন বা আয় পূর্বের অবস্থাতেই রয়েছে।

অর্থনীতিতে তামান্নার কাজের ধরন ব্যাখ্যা করো (প্রয়োগ)

Created: 3 weeks ago | Updated: 3 weeks ago
Updated: 3 weeks ago

উদ্দীপকে তামান্নার কাজের ধরন ছদ্মবেশী বা প্রচ্ছন্ন বেকারত্বকে
(Disguised Unemployment) নির্দেশ করছে।

আপাতদৃষ্টিতে কর্মরত হওয়া সত্ত্বেও যে শ্রমিককে প্রত্যাহার করলে মোট উৎপাদন হ্রাস পায় না, সে শ্রমিকের অবস্থাকে ছদ্মবেশী বা প্রচ্ছন্ন বেকারত্ব বলে। অর্থাৎ যে শ্রমিকের প্রান্তিক উৎপাদন শূন্য সেই প্রচ্ছন্ন বেকার। বাংলাদেশের কৃষিতে কৃষক পরিবারের অধিকাংশ সদস্যরাই একই জমিতে কাজ করে, যদিও সবার শ্রম ঐ জমির জন্য প্রয়োজনীয়

নয়। কারণ এদের কাজ করার ফলে উৎপাদনশীলতার কোনো পরিবর্তন | ঘটে না। এরাই মূলত প্রচ্ছন্ন বেকার।
উদ্দীপকের তামান্না তার মায়ের হস্তশিল্পের কাজে সাহায্য করে। সে তার মায়ের হস্তশিল্পের কাজে সাহায্য করলেও তাদের হস্তশিল্পের উৎপাদন আগের মতোই রয়ে যায়। এক্ষেত্রে তামান্না হস্তশিল্পের উৎপাদন বৃদ্ধিতে কোনো অবদান না রাখায় তার প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য। তাই বলা যায়, তামান্না হস্তশিল্পের কাজে একজন ছদ্মবেশী বেকার।

1 week ago

অর্থনীতি

Please, contribute to add content.
Content
Promotion