গ্রুপ A | গ্রুপ B | গ্রুপ C |
যুক্তরাষ্ট্র | মালয়েশিয়া | বাংলাদেশ |
জাপান | তুরস্ক | নেপাল |
উদ্দীপকের গ্রুপ ৪-এর যুক্তরাষ্ট্র ও জাপান এ দেশ দুটি হচ্ছে উন্নত দেশ। উন্নত দেশের বৈশিষ্ট্যগুলো হলো
উন্নত দেশ পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এসব দেশে ভূমি ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ও সুষ্ঠু সংরক্ষণ করে আজ উন্নত বিশ্বের নেতৃত্ব দান করছে। মূলধন গঠন অর্থনৈতিক উন্নয়নের একটি প্রাথমিক শর্ত। উন্নত দেশের অর্থনীতি এ শর্ত পূরণ করে। তাই বলা হয়ে থাকে উন্নত দেশের অর্থনীতি মূলত মূলধন নির্ভর। যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি একান্ত প্রয়োজন। কোনো দেশে প্রাকৃতিক সম্পদ, মূলধন ইত্যাদি পর্যাপ্ত থাকলেও যদি দক্ষ জনশক্তি না থাকে তা হলে সে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয় না।
উন্নত দেশে উন্নত শিক্ষা ব্যবস্থা, প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হয়। বর্তমানে উন্নত দেশে শ্রমিকদের উৎপাদন ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এ বৃদ্ধির মূলে রয়েছে কারিগরি জ্ঞানের উন্নতি। উন্নত দেশে মানুষ উন্নত কারিগরি জ্ঞানের দ্বারা প্রকৃতিকে বশে এনেছে এবং এই প্রকৃতির কাছ থেকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেছে। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত, যা কিনা উন্নত দেশের অর্থনীতিতে লক্ষ করা যায়। তাছাড়া উন্নত পরিবহন ব্যবস্থাও উন্নত দেশের উন্নয়নে ভূমিকা রাখে।