গ্রুপ A | গ্রুপ B | গ্রুপ C |
যুক্তরাষ্ট্র | মালয়েশিয়া | বাংলাদেশ |
জাপান | তুরস্ক | নেপাল |
উদ্দীপকের গ্রুপ C-এর দেশগুলো হচ্ছে নিম্ন আয়ের দেশ। এ দেশগুলোর মাথাপিছু আয় উন্নত দেশের তুলনায় অনেক কম। কারণ উন্নয়নশীল বা অনুন্নত দেশে অনুন্নত কৃষি ব্যবস্থা, অধিক জনসংখ্যা, মূলধনের স্বল্পতা ও অনুন্নত শিল্প ব্যবস্থা পরিলক্ষিত হয়।
সাধারণত উন্নয়নশীল বা অনুন্নত দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্যে কৃষির উপর নির্ভরশীল। জাতীয় আয়ের একটি বড় অংশ কৃষি থেকে আসে। অধিকাংশ ক্ষেত্রে কৃষিতে জীবননির্বাহী ক্ষুদ্র খামারে চাষাবাদ হয়। ফলে উৎপাদন কম হয়। আবার জাতীয় আয় বৃদ্ধির চেয়ে জনসংখ্যা বৃদ্ধি বেশি হয়। ফলে মাথাপিছু আয় কম হওয়ার কারণে নিম্ন জীবনযাত্রার মান পরিলক্ষিত হয়।
আবার কর্মসংস্থানের অভাবে বেকার সমস্যাও প্রকট থাকে।
উদ্দীপকে লক্ষ করা যায়, গ্রুপ C-এর দেশগুলো বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল। এসব দেশের মাথাপিছু আয় বৃদ্ধির হার কম বলে সঞ্চয়ের পরিমাণও হয় কম, আর কম সঞ্চয় মূলধন গঠনের পথে অন্তরায়।
উদ্দীপকের গ্রুপ C-এর দেশগুলো কৃষিপ্রধান হওয়ায় শিল্পের প্রসার কম।
ফলে শিল্প উৎপাদন কম হয়। এছাড়া উন্নয়নশীল দেশের কাঠামোগত উন্নয়ন প্রায় পুরোটাই বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল। উপরিউত্ত কারণে গ্রুপ C-এর দেশগুলোর জনগণের মাথাপিছু আয় কম হয়।