Academy

মি. আরমান আলী 'ক' নামক একটি দেশে গিয়ে দেখতে পান, সেদেশের বেশির ভাগ লোক কৃষির ওপর নির্ভরশীল। কৃষির উৎপাদন ব্যবস্থা সনাতন এবং খাতটির উৎপাদনশীলতাও বেশ কম।তিনি আরও লক্ষ করেন, দেশটিতে বেকার সমস্যা প্রকট, মাথাপিছু আয় খুবই কম। দেশটি শিল্পক্ষেত্রে যথেষ্ট পশ্চাৎপদ।

 

 

অনুন্নত দেশে কোন খাতের প্রাধান্য থাকে এবং কেন? (অনুধাবন)

Created: 3 weeks ago | Updated: 3 weeks ago
Updated: 3 weeks ago

অনুন্নত দেশের অর্থনীতিতে কৃষি খাতের প্রাধান্য থাকে এবং জীবিকা অর্জনের জন্য এসব দেশের বেশির ভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল হয়।

প্রকৃতপক্ষে অনুন্নত দেশে মাথাপিছু আয় ও সঞ্চয় খুব কম। এজন্য এখানে পুঁজি গঠনের হারও খুব কম হয়। তাই মূলধনের স্বল্পতা লক্ষণীয়ভাবে বিদ্যমান থাকে। এ অবস্থায় দেশে শিল্পোন্নয়ন ঘটে না। এ কারণে জনসাধারণকে বাধ্য হয়েই জীবিকা অর্জনের জন্য কৃষির ওপর নির্ভরশীল হতে হয়।

1 week ago

অর্থনীতি

Please, contribute to add content.
Content
Promotion