নিলয় টেলিভিশনে আফ্রিকার একটি দেশের প্রতিবেদন দেখছিল। সেখানে মানুষের জীবিকা, জীবনযাত্রায় সে লক্ষ করল তাদের দেশের মানুষের জীবিকা নির্বাহের উপায় কৃষি। তাই মৌসুমি বেকারত্বের প্রকোপ বেশি। তখন সে নিজের দেশের কথাও চিন্তা করল। কেননা তার দেশটিও কৃষিনির্ভর। এছাড়া আফ্রিকার দেশটিতে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে দেশটি পিছিয়ে রয়েছে। কিন্তু নিলয়ের দেশ যোগাযোগে একটু উন্নত।
প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে সংগ্রহ, সংরক্ষণ হলো প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার। ও ব্যবহার করাই
প্রকৃতি প্রদত্ত সকল সম্পদই হলো প্রাকৃতিক সম্পদ। অর্থনীতির যেকোনো খাতে উৎপাদন কার্য সুষ্ঠুভাবে ও ফলপ্রসূ উপায়ে পরিচালনার জন্যে প্রাকৃতিক সম্পদ এমনভাবে ব্যবহার করা উচিত যাতে তা যথাযথভাবে সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার করা যায়। যেমন- খরস্রোতা নদী থেকে জলবিদ্যুৎ উৎপাদন, প্রাকৃতিক গ্যাস দিয়ে সার ও বিদ্যুৎ উৎপাদন, নদী ও সমুদ্র থেকে মাছ আহরণ, নিয়মমাফিক ও পরিমিত পরিমাণে পানি ব্যবহার ইত্যাদি ব্যবস্থা করাকে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার বলে।