ফারুক সাহেব তার কৃষিজমিতে বছরে প্রায় ৫০ মন ধান উৎপাদন করতে পারেন। তার বড় ছেলে মনির অন্য কোনো কাজ না পেয়ে বাবার সঙ্গেই ধান উৎপাদনের কাজে নিয়োজিত হয়। কিন্তু তাতে উৎপাদনের পরিমাণ একই থেকে যায়। তাই মনির যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে একটি মুরগির খামার স্থাপন করে। সে খামারে আরও পাঁচজন লোক নিয়োগ দেয়।
একটিমাত্র দ্রব্য উৎপাদন করে এমন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ফার্ম (firm) বলে। যেমন- তিব্বত সাবান কারখানা হলো একটি ফার্ম।