জনাব আকরাম একটি স্থানীয় সংস্থার প্রতিনিধি। তার পরিষদে তিনি ছাড়া আরও ৯ জন প্রতিনিধি রয়েছেন। তিনি সমাজের নানামুখী উন্নয়নসহ বিভিন্ন বিচার ফয়সালা করে থাকেন।
জনাব আকরাম ইউনিয়ন পরিষদ নামক স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারব্যবস্থার প্রতিনিধি।
উদ্দীপকে বর্ণিত জনাব আকরাম একটি স্থানীয় সংস্থার প্রতিনিধি। তার পরিষদে তিনি ছাড়া আরও ৯ জন প্রতিনিধি রয়েছে, যা ইউনিয়ন পরিষদের অনুরূপ। ইউনিয়ন পরিষদের প্রতিনিধি হিসেবে জনাব আকরাম বিভিন্ন উৎস থেকে আয় করে থাকেন।
মূলত তিনটি উৎস থেকে ইউনিয়ন পরিষদের আয় হয়ে থাকে। এগুলো হলো- রাজস্ব আয়, সরকারি অনুদান ও অন্যান্য উৎস। রাজস্ব আয়ের মধ্যে রয়েছে নির্ধারিত পদ্ধতিতে আরোপিত ইমারত/ভূমির মূল্যের উপর কর বা ইউনিয়ন রেইট। পাকা ইমারতের সর্বমোট আয়তনের উপর নির্ধারিত হারে ইমারত পরিকল্পনা অনুমোদন ফি। পেশা, ব্যবসা এবং বৃত্তির (কলিং) উপর কর। ইউনিয়ন সীমানার মধ্যে নির্ধারিত হাট-বাজার, ফেরিঘাট, জলমহাল, পাথরমহাল ও বালুমহালের আয়ের নির্ধারিত অংশ। জন্ম, মৃত্যু, ও নিকাহ নিবন্ধন ফি। বিজ্ঞাপনের উপর কর ইত্যাদি। সরকারি অনুদান হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতাদি, উন্নয়ন খাতে অনুদান, থোক বরাদ্দ ইত্যাদি। অন্যান্য উৎসের মধ্যে রয়েছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত চাঁদা, সম্পত্তি হতে প্রাপ্ত মুনাফা বা ভাড়া, সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য উৎস হতে প্রাপ্ত অর্থ।