বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় পরোক্ষ ভোটে নির্বাচিত হয়ে একজন চেয়ারম্যান, পনেরো জন সদস্য ও পাঁচজন মহিলা সদস্য নিয়ে এই পরিষদ গঠিত হয়। তারা বিভিন্ন উৎস থেকে আয় করে পরিষদের কার্যাবলি পরিচালনা করে।
স্থানীয় সরকার হচ্ছে সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে কেন্দ্রীয় অথবা প্রাদেশিক সরকারের অধীনে অর্পিত দায়িত্ব পালন করা।
স্থানীয় ও তৃণমূল পর্যায়ের সমস্যা সমাধানের জন্য স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে ওঠে। কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্কের ভিত্তিতে স্থানীয় সরকারের রূপ দুই ধরনের হয়। যথা- স্থানীয় সরকার বা স্থানীয় অপ্রতিনিধিত্বমূলক সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার।