জনাব রাফিউল ইসলাম একটি প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি। কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে উক্ত প্রতিষ্ঠান গড়ে উঠেছে। প্রতিষ্ঠানের প্রধান একজন প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়ে থাকেন। অপরদিকে, জনাব শাহীন আলম অন্য আরেকটি প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি। উক্ত প্রতিষ্ঠানের সংখ্যা ৩১৪টি। প্রতিষ্ঠানটি সরকারি বরাদ্দ ছাড়াও বিভিন্ন উৎস থেকে কর ধার্য করে ব্যয়ভার নির্বাহ করে।
পরিবার, সমাজ ও জাতীয় ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, মতামত প্রকাশ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই নারীর ক্ষমতায়ন।
অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ সব ক্ষেত্রে নারী- পুরুষের অধিকারের সমতা প্রতিষ্ঠাই নারীর ক্ষমতায়নকে নির্দেশ করে। বস্তুত নারী সমাজ যখন সব ক্ষেত্রে অংশগ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তখনই নারীর ক্ষমতায়ন হয়েছে বলে মনে করা হয়।