জনাব রাফিউল ইসলাম একটি প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি। কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে উক্ত প্রতিষ্ঠান গড়ে উঠেছে। প্রতিষ্ঠানের প্রধান একজন প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়ে থাকেন। অপরদিকে, জনাব শাহীন আলম অন্য আরেকটি প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি। উক্ত প্রতিষ্ঠানের সংখ্যা ৩১৪টি। প্রতিষ্ঠানটি সরকারি বরাদ্দ ছাড়াও বিভিন্ন উৎস থেকে কর ধার্য করে ব্যয়ভার নির্বাহ করে।
জনাব রাফিউল ইসলাম স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধি বা মেয়র।
বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলো সিটি কর্পোরেশন। দেশের কয়েকটি প্রধান শহরকে কেন্দ্র করে এ প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। যেমন- ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লাসহ দেশে বর্তমানে ১২টি সিটি কর্পোরেশন রয়েছে। সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রধানকে বলা হয় মেয়র। তিনি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। সিটি কর্পোরেশনের মেয়র প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন।
উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, জনাব রাফিউল ইসলাম এমন একটি প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি, যা বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে গড়ে উঠেছে এবং উক্ত প্রতিষ্ঠানের প্রধান একজন প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন। উদ্দীপকের প্রতিষ্ঠানটির সাথে সিটি কর্পোরেশনের সাদৃশ্য রয়েছে। তাই বলা যায়, জনাব রাফিউল ইসলাম সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধি।