জনাব রাফিউল ইসলাম একটি প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি। কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে উক্ত প্রতিষ্ঠান গড়ে উঠেছে। প্রতিষ্ঠানের প্রধান একজন প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়ে থাকেন। অপরদিকে, জনাব শাহীন আলম অন্য আরেকটি প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি। উক্ত প্রতিষ্ঠানের সংখ্যা ৩১৪টি। প্রতিষ্ঠানটি সরকারি বরাদ্দ ছাড়াও বিভিন্ন উৎস থেকে কর ধার্য করে ব্যয়ভার নির্বাহ করে।
এলাকার উন্নয়নে জনাব শাহীন আলমের প্রতিষ্ঠানটি অর্থাৎ পৌরসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- বক্তব্যটি সঠিক।
উদ্দীপকের জনাব শাহীন আলমের প্রতিষ্ঠানটি হলো পৌরসভা। কেননা এ প্রতিষ্ঠানের সংখ্যা ৩১৪টি (বর্তমানে এর সংখ্যা ৩৩০)। এছাড়া প্রতিষ্ঠানটি সরকারি বরাদ্দ ছাড়াও বিভিন্ন উৎস থেকে কর ধার্য করে ব্যয়ভার নির্বাহ করে। এগুলো পৌরসভার বৈশিষ্ট্য।
শহরের জনগণের স্থানীয় বহুবিধ সমস্যার সমাধান এবং উন্নয়নমূলক কাজের দায়িত্ব পৌরসভার ওপর অর্পিত। পৌরসভা পৌর এলাকায় শিক্ষা বিস্তারের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য অনুদান প্রদান, হোস্টেল নির্মাণ, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি, প্রদান এবং পাঠাগার স্থাপন করে। এটি শহরের জনস্বাস্থ্য রক্ষামূলক কাজও সম্পন্ন করে। এজন্য হাসপাতাল, মাতৃসদন প্রভৃতি নির্মাণ ও পরিচালনার ব্যবস্থা করে। পাশাপাশি পৌর এলাকার পরিবেশ উন্নয়ন ও জনগণের বিনোদনের জন্য উদ্যান নির্মাণ, মিলনায়তন স্থাপন করে। এছাড়া সুপরিকল্পিত শহর গড়া এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পৌরসভা মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে। বিশেষ করে পরিকল্পিত শহর গড়ার জন্য পৌরসভা নিয়ম মেনে বাড়িঘর নির্মাণের অনুমতি দেয়। অননুমোদিত ও বেআইনি নির্মাণ ভেঙে দেয়।
আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, শহর এলাকার স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পৌরসভা উল্লিখিত কাজের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।