কুড়িগ্রামের রৌমারি উপজেলার যাদুর চর গ্রামের মিলন গ্রামে বসেই উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কীভাবে তাকে সাহায্য করতে পারে
কুড়িগ্রামের রৌমারি উপজেলার যাদুর চর গ্রামের মিলন গ্রামে বসেই উচ্চ শিক্ষা গ্রহণ করতে চায়। এক্ষেত্রে তাকে যে পদ্ধতির সাহায্য নিতে হবে তা হলো ই-লার্নিং। কম্পিউটার ল্যাপটপ, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক স্মার্ট ফোন কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করে দূরবর্তী অঞ্চলে পাঠদান ও পাঠ গ্রহণ করার ব্যবস্থাকে বলে ইলেক্ট্রনিক লার্নিং বা ই-লার্নিং। উচ্চশিক্ষা গ্রহণে সারা পৃথিবীতে ই-লার্নিংয়ের জন্য নানা উপকরণ তৈরি হতে শুরু করেছে। পৃথিবীর • বড় বড় অনেক বিশ্ববিদ্যালয় অসংখ্য কোর্স অনলাইনে উন্মুক্ত করে দিয়েছে এবং যে কেউ যেকোনো স্থান থেকে অনলাইনে কোর্সটি গ্রহণ করতে পারে। অনেক সময় একজন সেই কোর্সটি নেবার পর তার হোমওয়ার্ক জমা দিয়ে কিংবা অনলাইনে পরীক্ষা দিয়ে সেই কোর্সটির প্রয়োজনীয় ক্রেডিট অর্জন করতে পারবে। বাংলাদেশের যেকোনো
গ্রামে বসে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে প্রয়োজন হবে একটি কম্পিউটার, ইন্টারনেট, প্রয়োজনীয় অবকাঠামো এবং e-learing material। এছাড়া দেশের কোন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে বর্তমানে কম্পিউটারের পাশাপাশি মোবাইল ফোনও সাহায্য করে যাচ্ছে। একইভাবে মিলনও উক্ত সামগ্রীগুলো সংগ্রহ ও ব্যবহার করে ভর্তি হওয়া প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ক্লাসে অংশগ্রহণ, হোমওয়ার্ক জমা দেওয়া, অনলাইনে পরীক্ষায় অংশগ্রহণ করে প্রয়োজনীয় ক্রেডিট অর্জন করতে পারবে।