রহম আলী একজন দরিদ্র কৃষক। তার সাতজন ছেলেমেয়ে। চাষাবাদের ক্ষেত্রে তিনি এখনো প্রাচীন পদ্ধতি ব্যবহার করেন। এর ফলে যা উৎপাদিত হয় তা দিয়ে পরিবারের সবার জন্য খাবারের ব্যবস্থা করা তার জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়।
উদ্দীপকে উল্লিখিত মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে অধিক জনসংখ্যা ও অনুন্নত কৃষি পদ্ধতি ছাড়াও আরো নানাবিধ অন্তরায় রয়েছে।
বাংলাদেশে অনেক লোক এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করে। এর পেছনে রয়েছে অধিক জনসংখ্যা, বেকারত্ব, নিরক্ষরতা ইত্যাদি সমস্যা। আর দারিদ্র্যের কারণে অনেকে ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করতে পারে না। কর্মসংস্থানের অভাবে বেকার জনগোষ্ঠী অন্যের ওপর নির্ভরশীল থাকে। এতে করে সংশ্লিষ্ট পরিবারের মৌলিক মানবিক চাহিদা পূরণ করা সম্ভব হয় না। অন্যদিকে, এদেশের ১০ ভাগ লোক সকল সম্পদের ৯০ ভাগ ভোগ করে, আবার ৯০ ভাগ লোক মাত্র ১০ ভাগ সম্পদ ভোগ করে। ধনী-দরিদ্রের এ বৈষম্য বেশি হওয়ার কারণেও দরিদ্র লোকজন ন্যূনতম দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারে না। এছাড়া প্রতি বছরই নানা রকম প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে আঘাত হানে। এতে সংশ্লিষ্ট এলাকার ব্যাপক ক্ষতি সাধিত হয়। সেই সাথে এলাকার জনগণের মৌলিক মানবিক চাহিদা পূরণ প্রক্রিয়া কার্যকর হয় না।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?