বেগম কামরুন নাহার জাতীয় সংসদ নির্বাচনে তার এলাকা থেকে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর প্রথমে তিনি স্থানীয় ও জাতীয় নির্বাচনে সংরক্ষিত আসন ছাড়াও অন্যান্য আসনে নারীদের প্রতিযোগিতা করার জন্য অনুপ্রাণিত করেন। পরে তিনি একটি নারী শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন । সেখানে নারীদের সেলাই শিক্ষা, বাঁশ ও বেতের কাজ, হাঁস-মুরগি পালন ও কম্পিউটার প্রশিক্ষণদানের ব্যবস্থা করেন । তিনি শিক্ষিত মেয়েদেরকে সরকারি বেসরকারি চাকরিসহ যেকোনো পেশায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন ।
বেগম কামরুন নাহারের প্রথম কাজটি নারীর কোন ধরনের ক্ষমতায়নকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
(প্রয়োগ)বেগম কামরুন নাহারের প্রথম কাজটি নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে নির্দেশ করছে।
স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় সর্বস্তরে বিশেষ করে কাঠামোগত রাজনীতিতে নারীর অংশগ্রহণ, মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণই নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে নির্দেশ করে। আমাদের দেশে প্রশাসন, রাষ্ট্রীয় নীতিনির্ধারণ ও বাস্তবায়ন সবক্ষেত্রে নারীদের ভূমিকা অনেক কম। এজন্য সংরক্ষিত আসন ছাড়াও সাধারণ আসনে নারীদের অংশগ্রহণ করতে হবে। এছাড়া, রাষ্ট্রীয় নীতিনির্ধারণে নিজস্ব মত প্রকাশের পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও বৃদ্ধি করতে হবে। কারণ নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ব্যতীত নারী তথা দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। উদ্দীপকে উল্লেখিত বেগম কামরুন নাহার জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা থেকে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর প্রথমে তিনি স্থানীয় ও জাতীয় নির্বাচনে সংরক্ষিত আসন ছাড়াও অন্যান্য আসনে নারীদের প্রতিযোগিতা করার জন্যে অনুপ্রাণিত করেন। যা নারীদের রাজনৈতিক ক্ষমতায়নকে নির্দেশ করে।