Academy

‘রিফাত এন্টারপ্রাইজ' একটি ব্যবসায় প্রতিষ্ঠান। ২০১৭ সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানে ঘটনাগুলো সংঘটিত হয়েছে-
ডিসেম্বর ০১ ৫,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো ।
ডিসেম্বর ০৩ ব্যাংকে ৫০,০০০ টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো ।
ডিসেম্বর ০৫ ধারে পণ্য ক্রয় ২৫,০০০ টাকা ।
ডিসেম্বর ০৭ নগদে পণ্য বিক্রয় ৪৫,০০০ টাকা।

ডিসেম্বর ১০ মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ ৪০,০০০ টাকা ।
ডিসেম্বর ১৫ ৪৫,০০০ টাকার আসবাবাপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান ।
ডিসেম্বর ২০ পাওনাদারকে পরিশোধ ১৫,০০০ টাকা।

ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় কর।

Created: 2 years ago | Updated: 5 months ago
Updated: 5 months ago

ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা সমূহের মোট পরিমাণ ;

ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক ঋণ    ৪০,০০০/-

আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ।    ৪৫,০০০/-

                     ‌                           -------

                 মোট                         ৯৫,০০০/-

5 months ago

হিসাববিজ্ঞান

Please, contribute to add content.
Content
Promotion