জেমস ট্রেডার্স ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ১,২০,০০০ টাকা ও ৭০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে একটি ব্যবসায় শুরু করলো। সারা মাসে প্রতিষ্ঠানের নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়-
২০১৭
জানুয়ারি ০১ প্রাইম ব্যাংকের ৫০,০০০ টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো।
জানুয়ারি ০৪ বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে ৪৫ ০০০ টাকার পণ্য ক্রয়, নগদ প্ৰদান ২০,০০০ টাকা ও চেকে প্রদান ১৫,০০০ টাকা।
জানুয়ারি ০৬ ৮০,০০০ টাকার পণ্য বিক্রয়, নগদ ৩০,০০০ টাকা ও চেকে ২৫,০০০ টাকা পাওয়া গেল।
জানুয়ারি ০৯ বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা ১০,০০০ টাকা পরিশোধ করা হলো ।
জানুয়ারি ১৮ মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন ৮,০০০ টাকা।
জানুয়ারি ২৮ বিজ্ঞাপন খরচ প্রদান ৮,০০০ টাকা ।