২০১৭ সালের জানুয়ারি মাসে বড়ুয়া ট্রেডার্সের ব্যবসায়ে নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়ঃ
জানুয়ারি ০১ নগদ ক্রয় ৬০,০০০ টাকা ।
জানুয়ারি ১২ অফিসের জন্য আসবাবপত্র ক্রয় ২৬,৫০০ টাকা।
জানুয়ারি ২৩ ধারে পণ্য বিক্রয় ১,২৫,০০০ টাকা
জানুয়ারি ২৫ অফিস ভাড়া প্রদান ১৫,০০০ টকা ।
জানুয়ারি ২৮ ব্যাংকে জমা দেওয়া হলো ৩২,০০০ টাকা ।
জানুয়ারি ৩০ ধারে পণ্য ক্রয় ২৮,০০০ টাকা।
ক) জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ নির্ণয় কর।
খ) উক্ত মাসে বড়ুয়া ট্রেডার্সের নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় কর ।
গ) বড়ুয়া ট্রেডার্সের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের মাধ্যমে দেখাও যে, A= L+ E।