২০১৭ সালের জানুয়ারি মাসের ১ তারিখে জনাব জহির একটি গাড়ি মেরামতের “জহির ওয়ার্কশপ” নামে ব্যবসায় শুরু করেন। তার প্রতিষ্ঠানে নিম্নের লেনদেনগুলো সংঘটিত হয়:
জানুয়ারি ০১ জনাব জহির ৫,০০,০০০ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন।
জানুয়ারি ১৬ প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য ৬৫,০০০ টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন।
জানুয়ারি ২১ গাড়ি মেরামত করে ৮০,০০০ টাকা আয় করেন ।
জানুয়ারি ২৬ ওয়ার্কশপের ভাড়া প্রদান ২১,০০০ টাকা ।
জানুয়ারি ২৮ প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান করেন ২৫,০০০ টাকা ।
জানুয়ারি ৩০ মালিকের গাড়ি মেরামত ১৫,০০০ টাকা ।