নন্দ বাড়ির হত না বাহির, কোথা কী ঘটে কি জানি,
চড়িত না গাড়ি, কি জানি কখন উল্টায় গাড়িখানি ।
নৌকা ফি-সন ডুবিছে ভীষণ, রেলে কলিশন হয়,
হাঁটিলে সর্প, কুক্কুর আর গাড়ি-চাপা পড়া ভয় ।
তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল ।
সকলে বলিল, “ভ্যালা রে নন্দ, বেঁচে থাক চিরকাল ।