৬। নিম্নলিখিত বাক্যসমূহের মোটা অক্ষরে লিখিত পদগুলোর কারক ও বিভক্তি নির্ণয় কর।
(১) আজ আর আমার যাওয়া হবে না ।
(২) গোয়ালা গরু দোহন করে।
(৩) নিজের চেষ্টায় বড় হও ।
(৪) শিকারি বিড়াল গোঁফে চেনা যায় ।
(৫) বাবাকে বড্ড ভয় পাই ৷
(৬) বোঁটা আলগা ফল গাছে থাকে না।
(৭) লোকটা কান্নায় ভেঙ্গে পড়ল ।