or
Don't have an account? Register
খাঁটি বাংলা সম্বোধন পদের ব্যবহার দেখিয়ে দুটি বাক্য রচনা কর ।
কারক বলতে কী বোঝ? কারক নির্বাচনে শব্দ বিভক্তির প্রয়োজনীয়তা কী? উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর।
বাংলা শব্দ বিভক্তিগুলোর নাম লেখ এবং বচন অনুসারে তাদের সাজাও।
বিভিন্ন কারকে সপ্তমী বিভক্তির ব্যবহার দেখাও ।
শূন্যস্থান পূরণ কর ।ক. অপ্রাণী বা ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে………বিভক্তি যুক্ত হয় না।খ. স্বরান্ত শব্দের উত্তর ‘এ’ বিভক্তির রূপ হয় ‘য়' অথবা………।গ. বাংলা শব্দে, অ, আ এবং এ-কারান্ত শব্দে ষষ্ঠীর এক বচনে শুধু ‘র’ যুক্ত হয়,………।।যুক্ত হয় না।
৬। নিম্নলিখিত বাক্যসমূহের মোটা অক্ষরে লিখিত পদগুলোর কারক ও বিভক্তি নির্ণয় কর।(১) আজ আর আমার যাওয়া হবে না ।(২) গোয়ালা গরু দোহন করে।(৩) নিজের চেষ্টায় বড় হও ।(৪) শিকারি বিড়াল গোঁফে চেনা যায় ।(৫) বাবাকে বড্ড ভয় পাই ৷(৬) বোঁটা আলগা ফল গাছে থাকে না।(৭) লোকটা কান্নায় ভেঙ্গে পড়ল ।
বাক্যে উদাহরণ দাও।(ক) অপাদান কারকে শূন্য বিভক্তি(গ) করণ কারকে ‘তে’ বিভক্তি বিভক্তি যুক্ত হয় না।(খ) অপাদান কারকে ‘এ’ বিভক্তি(ঘ) কর্তৃকারকে ‘তে’ বিভক্তি