সাজিদ সাহেব একজন ধনী ব্যক্তি । তিনি সালাত আদায়ের ব্যাপারে খুবই উদাসীন । শুক্রবার দিন সকাল বেলায় বারান্দায় বসে তিনি চা খাচ্ছিলেন। এমন সময় একজন এতিম ভিক্ষুক এসে তার নিকট কিছু সাহায্য চাইলে, তিনি রেগে গিয়ে তাকে গেটের বাইরে বের করে দেন। অন্যদিকে রমিজ সাহেবের ছেলে এসএসসি পরীক্ষায় ফেল করায় তার বন্ধুরা তাকে ঠাট্টা-বিদ্রূপ করে। এতে তিনি দুঃখ পান এবং হতাশ হয়ে পড়েন। ফলে তার প্রতিবেশী আমান সাহেব তাকে ধৈর্যধারণ করার জন্য বলেন । তিনি আরও বলেন, মানবজীবনে সুখ-দুঃখ থাকবেই।