ট্রাক চালক আলতু মিয়ার এখন বয়স ৪০ বছর। ১১ বছর আগে ২৯ বছরের টগবগে যুবক ২০০৩ সালের ২৭ জুন রাতে বগুড়ার কাহালু উপজেলার যোগারপাড়া নামক স্থানে একটি ইট ভাটা থেকে ট্রাক ভর্তি গুলি ও বিস্ফোরক উদ্ধার করার পর আলতু মিয়া গ্রেফতার হন। অস্ত্র ও বিস্ফোরক মামলার সন্দিহান আসামী হিসাবে গ্রেফতার হন। গত ৩ মার্চ ২০১৪ সালে সরকারি আইন সহায়তা কেন্দ্র (ডিলাক) ও বাংলাদেশ লিগ্যাল এইড এ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সহায়তায় মুক্ত হন তিনি।