রবিনদের বাড়ির সামনে 1000 m প্রশস্ত একটি নদী স্রোতঃষিনী প্রবাহিত। বাড়ির সোজাসুজি নদীর ঠিক অপর পাড়ে তার কলেজ। একদিন সকালে সে ক্লাস শুরু হওয়ার ঠিক 10 মিনিট পূর্বে স্রোতের বেগের সাথে 120° কোণে 10 kmh-1 বেগের একটি নৌকায় কলেজের উদ্দেশ্যে রওনা দিল এবং সোজা অপর পাড়ে গিয়ে কলেজে পৌঁছালো। [নদীর পাড় হতে কলেজের দূরত্ব নগণ্য বিবেচনা করতে হবে।]
নৌকার গুণ টানার সময় দড়ি লম্বায় যত কম হয়, অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ তত বড় হয়। সেক্ষেত্রে, অনুভূমিকের দিকে অনুভূমিক টানের উপাংশ Tcosθ এর মান তত কম হয়। কারণ θ এর মান যত বড় হয় cosθ এর মান তত কম হয়। ফলে কার্যকর টান কম হয়। কিন্তু দড়ির দৈর্ঘ্য বেশি হলে টানের সময় অনুভূমিকের দিকের সাথে উৎপন্ন কোণের মান কমে যায়। ফলে Tcosθ এর মান বেড়ে যায়। অর্থাৎ কার্যকর টান বেশি হয়।
গুণ টানার সময় দড়ি লম্বায় যত বেশি হয় নৌকা তত বেশি দ্রুত চলে।