তুলি চাকুরিজীবী বাবা-মার একমাত্র সন্তান। বাবা-মা ব্যস্ততার কারণে তাকে তিন বছর বয়সে একটি ডে-কেয়ার সেন্টারে ভর্তি করে দেন। তুলি বর্তমানে এসএসসি পরিক্ষার্থী। তুলির বাবা-মা লক্ষ্য করেছেন সে বাবা-মার প্রতি তেমন শ্রদ্ধাশীল নয়। সে সবসময় বিদ্যালয়ের শিক্ষকদের অনুসরণ করার চেষ্টা করে ।