জনাব খালেক ও তার ৯ জন বন্ধু মিলে প্রাপ্য লি.' নামে একটি ব্যবসায় স্থাপনের কাজ শুরু করেছেন। তারা নিবন্ধকের নিকট প্রয়োজনীয় ফি দিয়ে কাগজপত্র সংগ্রহ করেন এবং ব্যবসায় পরিচালনা করেন। অপরদিকে জনাব রেজাউল ও আরো কয়েকজন ব্যক্তি মিলে 'প্রাপ্ত লিঃ' নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের পর কার্যারম্ভ করতে বাধার সম্মুখীন হন। কিছুদিন পর তারা জনগণের নিকট বিজ্ঞপ্তির মাধ্যমে পর্যাপ্ত মূলধন সংগ্রহ করেন। বর্তমানে প্রাপ্য লিঃ এর চেয়ে প্রাপ্ত লিঃ এর সুনাম ছড়িয়ে পড়েছে।