চট্টগ্রামের মি. শাহিন আর্থিক অসচ্ছলতার কারণে এইচএসসি পাসের পর উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারেননি। তিনি পরিবারের ভরণপোষণের নিমিত্তে বাড়ির পাশের হালদা নদী থেকে চিংড়ির রেণু সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করা শুরু করলেন। তাঁর আহরিত রেণু চিংড়ির মান ভালো হওয়ায় চিংড়ি চাষিদের কাছে এই রেণুর চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সব ক্রেতার অভার গ্রহণ সম্ভব হচ্ছে না বিধায় তিনি হ্যাচারি স্থাপনপূর্বক তাঁর কার্যক্রমকে বেগবান এবং প্রসারিত করার জন্য একটি আর্থিক প্রতিষ্ঠানের শরণাপন্ন হন।