সুর বাবা দীর্ঘদিন রোগে ভোগার পর হঠাৎ একদিন মারা যায়। পাড়া প্রতিবেশিরা তার বাবার মৃত দেহকে সৎকারের উদ্দেশ্যে কাধে নিয়ে শ্মশানের দিকে যাত্রা করে। অন্যদিকে সুজয়ের মা মারা যাওয়ার পর সে বেশ কিছুদিন ফলমূল খেয়ে জীবনধারণ করে। প্রতিদিন তার মায়ের উদ্দেশ্যে জল ও দুধ নিবেদন করে।