নজরুল ও কামাল দুই বন্ধু আজম খান কমার্স কলেজ, খুলনা থেকে গ্র্যাজুয়েশন শেষ করে ব্যবসায় করবে বলে সিদ্ধান্ত নিলেন। নজরুল শহরের নদীর তীরে চমৎকার ভৌগোলিক অবস্থানে একটি দোকান দিলেন এবং দোকানের প্রয়োজনীয় মালামাল শহর থেকে কিনে নৌপথে নিয়ে আসেন। অন্যদিকে কামাল শহরের মধ্যে একই ধরনের একটি দোকান দেন এবং শহরে থেকে পণ্য কিনে ট্রাকে করে নিয়ে আসেন