রুনা ম্যাডাম নবম শ্রেণির ইতিহাস ক্লাসে বলেন, গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় যে সমস্ত লোক তার সাথে এদেশে এসেছিলেন তারা অনেকেই ভারত সম্বন্ধে নিজ নিজ বিবরণ লিপিবদ্ধ করে গিয়েছেন। তাদের মধ্যে মেগাস্থিনিস নামক সেলিউকসের দূত ভারতবর্ষ ও মৌর্য শাসন সম্বন্ধে ঐতিহাসিক বিবরণ লিপিবদ্ধ করে গেছেন। তিনি আরও বলেন, ইতিহাস হলো সেই বিজ্ঞান যার দ্বারা বিশ্লেষণ করে বোঝা যায় মানুষ কীভাবে জীবনধারণ করেছে তাদের শ্রম কীভাবে পৃথিবীর রূপ বদলে দিয়ে আজকের এই রূপ লাভ করেছে।