মি. খোকন অবসর গ্রহণের পর ৫০,০০,০০০ (পঞ্চাশ লক্ষ) টাকা তার কোম্পানি থেকে পেলেন। তিনি এর মধ্যে ২০,০০,০০০ (বিশ লক্ষ) টাকা মূলধন বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি ২টি সিকিউরিটি A ও B এর অতীত ব্যয় পর্যালোচনা করেন। সিকিউরিটি A এবং সিকিউরিটি B এর বিগত ৩ বছরের আয়ের হার নিম্নে দেওয়া হলো:
বছর | আয়ের হার (সিকিউরিটি A) | আয়ের হার (সিকিউরিটি B |
২০১২ | ৮% | ১৩% |
২০১৩ | ৬% | -৫ % |
২০১৪ | ১৩% | ২২% |