Academy

মি. রাকিব একজন সফল ব্যবসায়ী। তিনি বিভিন্ন খাতে, যেমন : টেক্সটাইল, ভোগ্যপণ্য, ফার্মাসিউটিক্যাল, স্টীল ইত্যাদিতে বিনিয়োগ করেন। গত বছর তিনি একটি সিমেন্ট ফ্যাক্টরি প্রতিষ্ঠার চিন্তা করেছিলেন। ব্যবসায় শুরু করার জন্য তার ৪০ কোটি টাকা প্রয়োজন ছিল। তাঁর নিয়োগকৃত আর্থিক ব্যবস্থাপক তাঁকে দ্রুত বিনিয়োগ ফেরত পাওয়া এবং মুনাফা সর্বোচ্চকরণের ব্যাপারে নজর দেওয়ার পরামর্শ দিলেন। কিন্তু মি. রাকিব আর্থিক ব্যবস্থাপকের পরামর্শ গ্রহণ করেননি। তার মূল লক্ষ্য ছিল সম্পদ সর্বোচ্চকরণ মুনাফা সর্বোচ্চকরণ নয়। তিনি এ লক্ষ্য অর্জনে প্রয়োজনে কিছু মুনাফা ত্যাগ করতেও প্রস্তুত ছিলেন।

অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা বলতে কী বোঝায়?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা

Please, contribute to add content.
Content
Promotion