জনাব মিলকান তার ব্যবসায়ের সঞ্চিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করেন। শেয়ারবাজারের অনবরত দরপতনের কারণে তিনি তার শেয়ারগুলো বিক্রি করে ৫ বছরের জন্য বন্ডে বিনিয়োগ করেন। হঠাৎ তার ব্যবসায়ে অর্থসংকট দেখা দিলে, তিনি বহু বিক্রির সিদ্ধান্ত নেন। কিন্তু বন্ডের জন্য উপযুক্ত ক্রেতা পাওয়া না যাওয়ায় তিনি খুব হতাশ হন। পরবর্তীতে বন্ডের মেয়াদপূর্তির পর টাকা হাতে আসলে, তিনি 'ইলসা' ও 'নিলিমা' নামক দুটি প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। ইলসা' প্রকল্প হতে ৫ বছরে আয়ের হার যথ ১০%, ২০%, ৫%, ১৫% ও ৩৫% এবং নিলিমা প্রকল্পের গড় আয় ১২% ।