মাতৃস্নেহের তুলনা নাই, কিন্তু অতিস্নেহ অনেক সময় অমজাল আনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি, তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মাতৃহৃদয়ে তার প্রাবল্য, মানুষ আপনাকে হারাইয়া আপন শক্তির মর্যাদা বুঝিতে পা অসহায় পক্ষী শাবকের মতো চিরদিন স্নেহাতিশায্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অনন, দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে পারে সারিয়া যায়। অনন্ত মাতৃস্নেহ সে কথা বুঝে না।