অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
১. পার্সপেক্টিভ দৃশ্য কাকে বলে?
২. বস্তুর কৌণিক অবস্থানের ভিত্তিতে পার্সপেক্টিক দৃশ্য কত প্রকার ও কী কী?
৩. এক বিন্দু পার্সপেক্টিভ দৃশ্য সাধারণত কখন অঙ্কন করা হয়?
৪. দুই বিন্দু পার্সপেক্টিভ দৃশ্য সাধারণত কখন অঙ্কন করা হয়?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১. ভ্যানিশিং পয়েন্ট ও স্টেশন পয়েন্ট এর পার্থক্য চিত্রসহ বর্ণনা কর।
২. পিকচার প্লেন বা দৃশ্য তল ও অনুভূমিক তলের পার্থক্য চিত্রসহ বর্ণনা কর।
৩. চিত্রসহ কোণ অফ ভিশন বা দৃষ্টিকোণ-এর সংজ্ঞা দাও ।
৪. পার্সপেক্টিক দৃশ্য অঙ্কনের প্রয়োজনীয়তা বর্ণনা কর ।
রচনামূলক প্রশ্নঃ
১. চিত্রসহ পার্সপেক্টিভ দৃশ্যের মূলনীতি ব্যাখ্যা কর।
২. ট্রু হাইট লাইন, ভিজুয়াল রে, এবং ভূমি রেখা চিত্রসহ বর্ণনা কর।
৩. একটি পার্সপেক্টিভ দৃশ্যে ব্যবহৃত বিভিন্ন বিষয় বা পরিভাষাসমূহের বর্ণনা দাও ।