Academy

অতিসংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

চিংড়ির পোনা উৎপাদনের জন্য কত পিপিটি পানি প্রয়োজন?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

অনুশীলনী ২

অতিসংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:

১. চিংড়ি হ্যাচারি সাধারনত কয় ভাগে বিভক্ত?

২. চিংড়ির পোনা উৎপাদনের জন্য কত পিপিটি পানি প্রয়োজন?

৩. হ্যাচারিতে ব্যবহৃত স্বাদু পানির মাত্রা কত?

৪. পানি ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে গলদা হ্যাচারিকে কয় ভাগে ভাগ করা যায়?

৫. গলদা হ্যাচারির জন্য ভুগর্ভস্থ পানির পিএইচ-এর মাত্রা কত হতে হবে?

 ৬. ব্রাইনের পরিমাণ নির্ধারণের সূত্রটি লেখ।

৭. হ্যাচারিতে সাধারণত কত ধরনের সম্পূরক খাদ্য ব্যবহার করা হয়?

৮. আর্টিমিয়া সিস্ট থেকে নগ্নি উৎপাদনের পদ্ধতি কয়টি?

৯. গলদা চিংড়ি হ্যাচারি পরিচালনায় কত পিপিটি এর ব্রাইন ব্যবহার করা হয়?

 ১০. ব্রাইন সংগ্রহের উপযুক্ত সময় কখন?

১১. বায়োফিল্টারের পানির তাপমাত্রা কত হওয়া উচিত?

১২. বায়োফিল্টারের পানির পিএইচ কত হওয়া উচিত?

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:

১. হ্যাচিং ট্যাংক বলতে কী বোঝ?

২. কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে গলদা হ্যাচারি ডিজাইন করা হয় লেখ।

৩. লার্ভা প্রতিপালন ট্যাংক সম্পর্কে সংক্ষেপে লেখ।

৪. আর্টিমিয়া কী?

৫. ডিমওয়ালা চিংড়ি খাপ খাওয়ানো বলতে কী বোঝ?

৬. বাংলাদেশে ব্রাইনের প্রাপ্তিস্থানগুলোর নাম লেখ। 

৭. গলদা হ্যাচারিতে বায়োফিল্টারের কাজগুলো লেখ।

রচনামূলক প্রশ্ন:

১. গলদা হ্যাচারির স্থান নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো বর্ণনা করো।

২. গলদা হ্যাচারিতে ব্যবহার্য বিভিন্ন ট্যাংকের বর্ণনা দাও। 

৩. গলদা হ্যাচারির হ্যাচিং ট্যাংক ব্যবস্থাপনা পদ্ধতি বর্ণনা করো।

৪. গলদা হ্যাচারির লার্ভা প্রতিপালন ট্যাংকে খাদ্য ব্যবস্থাপনা পদ্ধতি বর্ণনা করো।

৫. লার্ভা প্রতিপালন ট্যাংক পরিষ্কারকরণ ও জীবাণুমুক্তকরণ পদ্ধতি বর্ণনা করো

Content added By
Promotion