অতি সংক্ষিপ্ত প্রশ্ন
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. সেচ নালা কী ?
২. ডেলটা কী ?
৩. ডিউটি কী ?
৪. এফপিএস পদ্ধতিতে পাম্প ক্যাপাসিটির একক লিখ।
৫. মেট্রিক পদ্ধতিতে পাম্প ক্যাপাসিটির একক লিখ ।
সংক্ষিপ্ত প্রশ্ন
১. ডেলটা বলতে কি বোঝায় ?
২. ডিউটি বলতে কি বোঝায়?
৩. বেইজ প্রিরিয়ড বলতে কি বোঝায় ?
৪. সেচ নালা বলতে কী বোঝায় ?
৫. ডিউটির একক সমূহের নাম লিখ।
৬. প্রধান কয়েকটি ফসলের ডেল্টা তালিকায় উল্লেখ কর।
৭. ফসণেন জমিতে কখন কতটুকু পানি সরবরাহ করা প্রয়োজন তা যে বিষয়ে উপরে নির্ভর করে সে বিষয়গুলো কী কী?
৮. পাম্প ক্যাপাসিটি কাকে বলে? ৯. কিউসেক ক্ষমতার পাম্প বলতে কি বোঝায় ?
রচনামূলক প্রশ্ন
১. সেচ নালার কার্যপ্রণালি বর্ণনা কর ।
২. ডেলটা, ডিউটি ও বেইজ প্রিরিয়ড সম্পর্কে বর্ণনা দাও?
৩. একটি সেচ প্যাম্প দ্বারা কতটুকু জমিতে কতটুকু পানি দেওয়া যাবে তা আলোচনা কর ।
৪. ভূগর্ভস্থ সেচ নালা নির্মাণ সম্পর্কে বর্ণনা দাও?