এখানে এবং পরস্পর লম্ব। যদি এবং এর মান যথাক্রমে নৌকা এবং একটি নদীর স্রোতের দ্রুতি নির্দেশ করে তবে সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির 2 মিনিট সময় লাগে ।
কোনো প্রবাহীর ক্ষেত্রে ডাইভারজেন্সের মান শূণ্য হলে অর্থাৎ হলে বোঝা যায় প্রবাহী অসংকোচনশীল। ডাইভারজেন্সের মান ধনাত্মক হলে তরলের আয়তন বৃদ্ধি এবংডাইভারজেন্সের মান ঋণাত্মক হলে তরলের আয়তন হ্রাস পেয়েছে বোঝায় । অতএব কোনো প্রবাহীর আয়তনের পরিবর্তন নির্ণয়ে ডাইভারজেন্সের ভূমিকা স্পষ্ট বিদ্যমান ।