1km প্রস্থের একটি নদী পার হওয়ার জন্য দুইজন সাঁতারু, সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম সাঁতারু 6kmh-1 বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60° কোণে এবং দ্বিতীয় সাঁতারু 6kmh-1 বেগে আড়াআড়িভাবে সাঁতার কাটা শুরু করে। নদীতে স্রোতের বেগ 3kmh-1।
কী কী শর্তে কাজের মান শুন্য হতে পারে? ব্যাখ্যা কর ।
Created: 1 year ago |
Updated: 6 months ago
Updated: 6 months ago
কাজের সংগায় বলা আছে যে, বল প্রয়োগের ফলে বস্তুুর সরণ হলেই কেবল কাজ হয়। সুতরাং সরণ না হলে কাজ হবে না অর্থাৎ সরণ শুন্য হলে কাজও শুন্য হবে। যদি আমরা কাজকে W, সরণকে S দ্বারা এবং বলকে F দ্বারা প্রকাশ করি তাহলে, W=F×S W = F × S হয়। কাজ W=F×0=0 W = F × 0 = 0 হয়।