শমসের একজন শিক্ষিত কৃষক। তিনি দেশে বিদ্যমান প্রযুক্তি এবং বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে জমি চাষাবাদ করেন। কিন্তু সংরক্ষণের সমস্যা, ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ পদ্ধতি, দুর্বল বাজার কাঠামো, পণ্যের মান নির্ধারণে জটিলতা, সরকারি যথাযথ নীতির অভাব, দামের ওঠা-নামা ইত্যাদি কারণে প্রায়ই ন্যায্যমূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হন। সরকার উল্লিখিত সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকেন।
বাংলাদেশের অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। তবে কৃষি নির্ভর এ অর্থনীতির দেশে কৃষক অর্থ কষ্টে ভোগে। কৃষক অর্থের অভাবে উৎপাদন করতে পারে না। ফলে তাকে ঋণ গ্রহণ করতে হয়। কৃষির উৎপাদন বৃদ্ধি করার জন্য কৃষক যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলে। অন্যান্য উৎপাদন ক্ষেত্রের ন্যায় কৃষিক্ষেত্রেও উৎপাদন কার্য পরিচালনার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। কৃষকের দারিদ্র্যতা ও মূলধন স্বল্পতার জন্য কৃষি খণের প্রয়োজন পড়ে। কৃষি ঋণ কৃষিক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির একটি গুরত্বপূর্ণ অবলম্বন